নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলার আলবদর বাহিনীর জামালপুরের উদ্যোক্তা আশরাফ হোসেনসহ আট আসামির বিরুদ্ধে আগামীকাল (সোমবার) রায় ঘোষণা করেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবে।
আসামিরা হলেন- আশরাফ হোসেন (৬৪), অধ্যাপক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), এডভোকেট শামসুল হক (৭৫) ও এস এম ইউসুফ আলী (৮৩)।
Be the first to comment on "মানবতাবিরোধী অপরাধ : জামালপুরের ৮ জনের রায় সোমবার"