নিউজ ডেস্ক॥ রাজনীতিতে পূর্বের দেয়া প্রতিশ্রুতি থেকে ফেরত আসার মধ্যে কোন ভুল দেখেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেরিতে তার সরকার কিছু ‘ইউ-টার্ন’ নিয়েছে বলে সমালোচনার জবাবে এমন কথা বলেন তিনি। এ খবর দিয়েছে স্টার অনলাইন। মাহাথির বলেছেন, মাঝে মাষে মানুষ ভুল করে এবং যখন দেখে সেখান থেকে ফেরত আসা সহজ হবে তখন তারা তা করে। মাঝে মাঝে আমরাও ভুল করি এবং যদি শুধু মনে করি প্রয়োজন তখনই সেখান থেকে ফিরে আসি। আমরা তো নির্ভুল থাকবো এমন খাঁটি মানুষ নই।
শনিবার তিনি পাকাতান হারাপান-এর প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকের পর বলেন, মানুষ ভুল করে। তাই তারা সেই ভুলের সংশোধন করে।
ফিরে আসে। সরকারি সিদ্ধান্তে কিভাবে জনগণের মধ্য থেকে বিরূপ মন্তব্য করা হয় সে সম্পর্কে তিনি কথা বলেন। মাহাথির বলেন, অনেক মানুষের রয়েছে বহু মতামত। একটি সিদ্ধান্ত ঘোষণার আগে এসব মানুষ তাদের মতামত প্রকাশ করে না। তাই যখন আমরা তা প্রকাশ করি, তখন অনেক মানুষই তাতে খুশি হয় না।
Be the first to comment on "‘মানুষ ভুল করে’"