শিরোনাম

মার্গারিতা রিতার বাবা আর নেই

নিউজ ডেস্ক :  রাশিয়ার হয়ে অলিম্পিকে স্বর্ণজয়ী ‘বাংলাদেশী কন্যা’ মার্গারিতা মামুন রিতার বাবা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সারে আক্রান্ত হয়ে রাশিয়াতেই মারা যান তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে এই মৃত্যুর খবর পান রাজশাহীতে তার বাড়িতে থাকা স্বজনেরা।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুর গ্রামে আবদুল্লাহ আল মামুনের পৈতৃক বাড়িতে থাকেন তার বোন দিনা জহুরা। ভাইয়ের মৃত্যুর খবর শুনেই অচেতন হয়ে পড়েন তিনি। আবদুল্লাহ আল মামুনের ভাগ্নে জাহিদুল হাসান জানান, মাগরিবের পর গ্রামের বাড়িতে সবাই জানতে পারেন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। দুপুরেও টিভিতে মার্গারিতার সংবর্ধনার খবর দেখেছে সবাই। বাড়িতে ছিল উৎসবের মতো। কিন্তু সন্ধ্যায় মৃত্যুর খবর আসার পর শোকের ছায়া নেমে আসে। আশপাশের মানুষজন বাড়িতে ছুটে আসেন শোক ও সমবেদনা জানাতে।
জাহিদুল হাসান জানান, রাশিয়াতেই আবদুল্লাহ আল মামুনের দাফন সম্পন্ন হবে। তিনি জানান, বেশ আগে পেটে টিউমার হয়েছিল। সেই টিউমার অপারেশন করার পর ক্যান্সার ধরা পড়ে।
দিনা জহুরা বলেন, গ্রামে তাকে সবাই চেনে সিপার নামে। আশির দশকে ইন্টারমিডিয়েট পাস করে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু মেডিক্যালে মানুষের কাটাছেঁড়া সহ্য করতে পারতেন না। সেখানে কয়েক মাস পড়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে খবর আসে স্কলারশিপের। চলে যান তৎকালীন সোভিয়েত ইউনিয়নে। সেখানেই আন্না নামের এক নারীকে বিয়ে করে স্থায়ী হন। মার্গারিতারও জন্ম রাশিয়াতেই। মাঝে মধ্যেই দেশে আসতেন মামুন।
সদ্য সমাপ্ত অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণ জেতেন বাংলাদেশী বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মার্গারিতা মামুন রিতা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মার্গারিতা রিতার বাবা আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*