নিউজ ডেস্ক : মালয়েশিয়ার সমুদ্র তীরের পোর্ট ডিকসনে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯৩৬ জন অবধৈ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলশি। রবিবার সকাল থেকে করা এ অভিযানে পোট ডিকসনের বিভিন্ন নির্মাণ সাইট ৭৬৭ বাংলাদেশি, পাকিস্তানের ৮০ জন, ভারতের ৫০ জন, ইন্দোনেশিয়ার ২২ জন, শ্রীলঙ্কার ১৩ জন, মিয়ানমারের তিনজন এবং নেপালের একজনসহ সর্বমোট ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে দেশটির ইমগ্রিশেন পুলশি। এই অভিযান শেষ হয় রাত ১০টায়। থেমে থেমে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে সফল হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক হাপযান হোসেনী।
Be the first to comment on "মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৭৬৭ বাংলাদেশিসহ আটক ৯৩৬"