রাজন,লোহাগড়া,নড়াইল প্রতিনিধি: নড়াইল ২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজাসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মূখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন।
বাদীর অভিযোগ ও এজাহার সুত্রে জানা যায়, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ছিলেন। গত ৪ আগষ্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়া পৌর শহরের কুন্দসী সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করে। মামলার বাদীসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এসময় সন্ত্রাসীরা লোহাগড়া থানা পুলিশের সহযোগীতায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
মাশরাফি ও তার পিতা ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোম, সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল আমীর লিটু, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত সাড়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি মো: আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় দু’জনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে, অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Be the first to comment on "মাশরাফীসহ ২৯৫ জনের নামে লোহাগড়া থানায় মামলা"