নিউজ ডেস্ক : চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও গুলিতে নিহত মাহমুদা খানম মিতুর প্রথম নামাজে নামাজা সম্পন্ন হয়েছে। রবিবার সকালে বাসার অদূরে নগরীরর জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকার খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে মিতুর প্রথম নামাজে জানাজা নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়।
বিকেল সোয়া তিনটার দিকে অনুষ্ঠিত জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সিএমপি কমিশনার ইকবাল বাহারসহ বিপুলসংখ্যক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
সিএমপির উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান, দামপাড়া পুলিশ লাইন মাঠে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে ঝিনাইদহে। সেখানে বাবুল আক্তারের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রসঙ্গত, রবিবার সকাল ৭টার দিকে ছেলেকে স্কুলে দিতে গিয়ে বাসার অদূরে জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বত্তদের হাতে খুন হন মাহমুদা।
এ ঘটনায় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ সুপারের স্ত্রী খুনের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
Be the first to comment on "মিতুর জানাজা অনুষ্ঠিত"