শিরোনাম

মিসরে গাড়িবোমা হামলা, ৮ সেনা নিহত

নিউজ ডেস্ক : মিসরের উত্তরাংশে সিনাই অঞ্চলে গাড়িবোমা হামলায় আটজন সেনা নিহত হয়েছেন।

বিবিসি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এই হামলার ঘটনায় তিনজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকি হামলাকারীরা পালিয়ে গেছেন বলে একজন মুখপাত্র জানিয়েছেন। এ ছাড়াও চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে আরো ১২ সেনা আহত হয়েছেন।

বেশ কয়েক বছর ধরে মিসরীয় সেনাবাহিনী ওই অঞ্চলের ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। কিন্তু এবারের হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ইসলামপন্থী গোষ্ঠীগুলো উত্তর সিনাইয়ে চার শ’রও বেশি হামলার ঘটনা ঘটিয়েছে।

সিনাই প্রদেশের জিহাদি গোষ্ঠী ওই অঞ্চলের সবচে সক্রিয় জঙ্গিগোষ্ঠী। ২০১৪ সালে গোষ্ঠীটি ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করে।

প্রাথমিকভাবে গোষ্ঠীটিকে আনসার বেইত আল-মাকদিস বলা হতো। ২০১১ সাল থেকে গোষ্ঠীটি সিনাই উপদ্বীপে সক্রিয় রয়েছে। গোষ্ঠীটির ১ হাজার থেকে ১৫ শ সক্রিয় সদস্য রয়েছে বলে ধারণা করা হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মিসরে গাড়িবোমা হামলা, ৮ সেনা নিহত"

Leave a comment

Your email address will not be published.


*