নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগার-২ এ সাক্ষাৎ করেছেন তার ছেলেসহ পাঁচ আইনজীবী।
শনিবার (১১ জুন) বেলা পৌনে ১২টার দিকে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনজীবীরা মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।
যারা সাক্ষাৎ করেছেন তারা হলেন- মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ, বজলুর রহমান খান, নূর উল্ল্যহ ও নাজিবুর রহমান।
কাশিমপুর কারাগার-২’র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মীর কাসেম আলীর ছেলে ও আইনজীবীরা সকাল সাড়ে ১১ টার দিকে কারাগারে এসে সাক্ষাতের জন্য আবেদন করেন। পরে তাদের পৌনে ১২ টার দিকে সাক্ষতের সুযোগ দেওয়া হয়। রিভিউর ব্যাপারে আইনজীবী ও মীর কাসেম আলীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কারাগারের ভেতর কথা হয়। দুপুর পৌনে ১টার দিকে আইনজীবীরা কারা ফটক থেকে বেরিয়ে যান।
Be the first to comment on "মীর কাসেমের সঙ্গে ছেলেসহ আইনজীবীদের সাক্ষাৎ"