নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইভটিজারকে ছাড়িয়ে নিলো এক যুবলীগ নেতা। শুক্রবার সকালে এক ছাত্রীকে ইভটিজিং করায় সময় জনতা হাতে নাতে আটক করলেও ওই যুবলীগ নেতা ইভটিজারকে ছাড়িয়ে নেয়। এতে জনতার মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা যায়, উপজেলার বীরতার ইউনিয়নের মাশাখোলা গ্রামের তানজিলা আক্তার শুক্রবার সকালে তার বাড়ী থেকে বীর মজিদপুর দয়াহাট উচ্চ বিদ্যালয়ের কাছে প্রাইভেট পড়তে যাবার স্কুলের কাছের বাস স্ট্যান্ডের কাছে একই গ্রামের আব্দুল ছালামের ছেলে মো. সবুজ তাকে যৌন হয়রানি মূলক কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী সবুজকে পায়ের সেন্ডেল খুলে পেটায়। এ সময় ছাত্রীর এই অবস্থা দেখে স্থানীয় জনতা সবুজকে আটক করে। পরে খবর পেয়ে বীর তারা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জনি শেখ ও ইভটিজারের ফুফাত ভাই শামীম শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নব নির্বাচিত চেয়ারম্যন আজিম হোসেন খান বিচার করবেন বলে দোহায় দিয়ে সবুজকে ছাড়িয়ে নিয়ে যায়। উল্লেখ্য সবুজ দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীটিকে উত্যক্ত করে আসছিল।
এ ঘটনায় পর ছাত্রীটির বাবা তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা করেছেন। শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, এ ব্যাপরে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Be the first to comment on "মুন্সীগঞ্জে ইভটিজারকে জুতাপেটা"