নিউজ ডেস্ক: যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা অফিসের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা অফিসের কাছে একদল ডাকাত মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার এবং একটি পাইপগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
তবে নিহত ডাকাতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Be the first to comment on "যশোরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত"