শিরোনাম

যশোর অঞ্চল দিয়ে প্রবেশ করবে ‘ফণী’

যশোর অঞ্চল দিয়ে প্রবেশ করবে ‘ফণী’

নিউজ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় ফণী ইতিমধ্যেই ১৮০ থেকে ২০০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে ভারতের ওড়িশার উপকূলে। এটির অবস্থান ওড়িশার শেষ অংশ ও কলকাতার কাছাকাছি রয়েছে। আগামীকাল সকাল নাগাদ যশোর অঞ্চল দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কন্ট্রলরুম থেকে জানানো হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে প্রবেশ করবে ঘুর্ণিঝড় ফণী। ইতিমধ্যে এসব এলাকায় ফণীর প্রভাব শুরু হয়েছে। তবে ঝড়ের কেন্দ্র যশোর প্রবেশ করবে মধ্য রাত নাগাদ।

বুয়েটের প্রফেসর একেএম সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, আগামীকাল সকাল নাগাদ যশোর অঞ্চলে ঝড়টি প্রবেশ করবে। এই অঞ্চলের মানুষ ইতিপূর্বে এতো বড় ঝড় দেখেনি।
সব ঝড় উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে। কিন্তু এই ঝড়টি ব্যতিক্রম। এটি লোকালয় দিয়ে প্রবেশ করছে। যদিও ভারতের ওডিশায় উপকূলে আঘাত হেনেছে প্রথম।
তিনি বলেন, বাংলাদেশে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিলোমিটার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "যশোর অঞ্চল দিয়ে প্রবেশ করবে ‘ফণী’"

Leave a comment

Your email address will not be published.


*