যুবলীগ কর্মী পলাশ হত্যা,পরিবারের সংবাদ সম্মেলন

পরিবারের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় যুবলীগ কর্মী পলাশ মাহমুদ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। পরিবারের দাবী পলাশ হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য তার পরিবারের লোকজনদের হুমকি দিচ্ছে।

শনিবার (৩০অক্টোবর) বিকালে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী জেরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন নিহতের পিতা খোকন শেখ, মা পলি বেগম, বোন শিখা ও ছোট ভাই পিয়াস শেখসহ স্বজনরা।

লিখিত বক্তব্যে নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামলার প্রধান আসামী মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান ও তার ভাই শরীফুল ইসলামসহ মামলার অন্য আসামীরা নিহত পলাশকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে পলাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গত ২৮ অক্টোবর সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমানকে প্রধান আসামী ও তার দুই ভাইসহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মুসল্লী, সাবেক সাধারণ সম্পাদক এম এম রাশেদ হাসান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল শেখসহ ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করেন। ঘটনার ৬ দিন পার হলেও পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি।

সম্মেলনে তিনি আরও বলেন, মামলার আসামীরা মামলা তুলে না নিলে তার এক মাস বয়সী শিশু সন্তান ও পলাশের ভাই পিয়াস মাহমুদকে হত্যা করা হবে মর্মে বিভিন্ন কায়দায় হুমকি-ধামকি অব্যহত রেখেছে। তিনি পলাশ হত্যা মামলার সকল আসামীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় নিহত পলাশের মা পলি বেগম ও তার স্ত্রী জেরিনসহ আত্বীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে পলাশ লোহাগড়া থেকে চরমল্লিকপুর গ্রামের রুবেল শেখের দাওয়াতে বন্ধু সুরবান,আলিমুল, ইনামুল, সাঈদীকে সাথে নিয়ে ওই গ্রামের আরেক বন্ধু ইমরানের বাড়ীতে যায়। এ সময় দূর্বৃত্তরা কৌশলে পলাশকে ডেকে নিয়ে রাস্তার পাশে ইমরানের দোকানের সামনে ধারালো অস্ত্র দিয়ে মুখ,মাথা, ঘাড় ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এলাকাবাসী পলাশকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । পলাশ চর মল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে এবং উপজেলা যুবলীগের একজন কর্মী।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন জানান, মামলার এজাহারভূক্ত আসামীরা পলাতক রয়েছে, তাদের আটকের জোর চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "যুবলীগ কর্মী পলাশ হত্যা,পরিবারের সংবাদ সম্মেলন"

Leave a comment

Your email address will not be published.


*