নিউজ ডেস্ক : রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত শাহাজান আলী উপজেলার চিতুলী দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। মিঠাপুকুর থানা ওসি হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় আলুভর্তি একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ওই দুই শ্রমিক সড়কে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা খুলতে থাকলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই অপর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপরজন হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যান।
Be the first to comment on "রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত"