শিরোনাম

রণবীরের বিলবোর্ডে ক্ষেপেছেন ভারতীয়রা

নিউজ ডেস্ক : লিউডের মাচো ম্যান’, রণবীর সিং এবার বিতর্কে জড়ালেন এক পোশাক প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন নিয়ে। নারীদের অধিকার খর্ব করা হয়েছে, বিজ্ঞাপনটির বিরুদ্ধে এই অভিযোগই এনেছেন অভিনেতা সিদ্ধার্থ। টুইটে পোশাক প্রস্তুতকারক সংস্থাটির বিজ্ঞাপনী ছবি পোস্ট করে নিন্দা করেন তিনি। এরপর থেকেই টুইটারে সরব হয় নেট দুনিয়া। অনেকেই দাবি করেছেন, `এই বিজ্ঞাপন ব্যান করে দেওয়া হোক`।

এক লাস্যময়ীকে (মডেল) কাঁধে নিয়ে দাড়িয়ে আছেন বলিউডের হার্ট থ্রব রণবীর সিং। আর ক্যাপশনে লেখা, “ডোন্ট হোল্ড ব্যাক। টেক ইউর ওয়ার্ক হোম” (DON`T HOLD BACK. TAKE YOUR WORK HOME)। ভারতের বড় বড় শহরে ছেয়ে গিয়েছে এই বিজ্ঞাপন। অনেকেই মনে করছেন এই বিজ্ঞাপনটি `লিঙ্গ বৈষম্য মূলক`, আর এতেই আপত্তি। এই বিজ্ঞাপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার কথাও ভাবছেন অনেকে। তবে এই বিজ্ঞাপনের মুখ, রণবীর সিং এখনও পর্যন্ত এই বিজ্ঞাপন নিয়ে কিছুই বলেননি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রণবীরের বিলবোর্ডে ক্ষেপেছেন ভারতীয়রা"

Leave a comment

Your email address will not be published.


*