নিউজ ডেস্ক : নারী ও শিশুদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে রাজধানীর রমনা থানায় এ সংশ্লিষ্ট একটি কেন্দ্র চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার বেলা ১১টার দিকে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার রমনা মডেল থানায় এই কেন্দ্র চালু করেন। এ সময় সেখানে ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মারুফি খান, ভিকারুননিসা নূন স্কুলের অদ্যক্ষ সুফিয়া খাতুন, সিদ্ধিশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা এবং বিভিন্ন স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মারুফ হোসেন সরদার বলেন, ”নারী ও শিশুদের থানায় আইনি সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একজন নারী পুলিশ কর্মকর্তা এই কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।”
পর্যায়ক্রমে রমনা বিভাগের সব থানায় এই কেন্দ্র চালু করা হবে বলেও জানান তিনি।
Be the first to comment on "রমনা থানায় চালু হলো নারী ও শিশু সহায়তা কেন্দ্র"