শিরোনাম

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে ৮ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবারের সবগুলো ঘটনা রাজধানীর গুলিস্তান ও তার আশপাশের এলাকায় ঘটেছে বলে জানিয়েছেন ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজ্জামেল হক। তিনি বলেন, অচেতনদের কাউকে পুলিশ, কাউকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট এলাকা থেকে সজল (২৬), কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকা থেকে মানিক (২৫), গুলিস্তানের হানিফ ফ্লাইওভারে নিচ থেকে মাঈনউদ্দিন (৪২), আবুল হোসেন (৩০), গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ (৩৫), বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে বাংলাবাজারের বইয়ের দোকানের কর্মচারী বিপ্লব (২৬), জিপিও মোড় থেকে ইসমাইল হোসেন (৪০) এবং সুরিটোলা স্কুলের সামনে থেকে দীপ্ত কুন্ডুকে (২২) সংশ্লিষ্ট থানার পুলিশ ও পথচারী উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমজাদ হোসেন জানান, রোগীদের অবস্থা আশঙ্কামুক্ত।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে ৮ ব্যক্তি"

Leave a comment

Your email address will not be published.


*