নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর ও বনানী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। লিটন, রূপক হোসেন, রুবেল, সাইদুল, জয়নাল ও আব্দুল হক। এ সময় তাদের কাছ থেকে ধারালো অত্যাধুনিক ছুরি, চাকু, চাপাতি ও ককটেল উদ্ধার করা হয়। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান জানান, রবিবার গভীররাতে শেরেবাংলা নগর থানার এএসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম চক্ষু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে লিটন ও রূপক নামে দুই ছিনতাইকারীকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি ককটেল উদ্ধার করা হয়। এদিকে একই সময় বনানী নগর পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম আর্মি স্টেডিয়ামস্থ নিউ এয়ারপোর্ট রোডে অভিযান চালিয়ে রুবেল, সাইদুল, জয়নাল ও আব্দুল হক নামে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাকু ও ১টি ছোরা উদ্ধার করা হয়।
Be the first to comment on "রাজধানীতে অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার"