নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় দোয়েল চত্বরের সামনের রাস্তায় ছিনতাইকারীরা আজিমউদ্দিন (৩২) নামে এক ক্ষুদ্র গার্মেন্ট ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। শাহবাগ থানার ওসি তদন্ত জাফর বিশ্বাস জানান, শনিবার দুপুর ১টার দিকে গামেন্টস ব্যবসায়ী বিষয়টি তাকে জানান। ওই ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি তদন্ত জানান, দুপুরে ব্যবসায়িক কাজে শাহবাগ থেকে দোয়েল চত্বরের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে তাকে গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রাজধানীতে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

Be the first to comment on "রাজধানীতে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই"