নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও-এ একটি মেসে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেন খিলগাঁও থানার ওসি মঈনুল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও এর একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে শিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে ৪টি কটেল, ৩টি চাপাতি, ৭টি কম্পিউটার ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীসহ দেশজুড়ে এ অভিযান শুরু করেছে।
Be the first to comment on "রাজধানীতে শিবিরের মেসে অভিযান, আটক ২০"