নিউজ ডেস্ক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে নাসিক নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে অনিবার্য কারণে গত ২৩ নভেম্বর অনুষ্ঠেয় জোটের এ বৈঠকটি স্থগিত করা হয়।
Be the first to comment on "রাতে ২০ দলের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া"