শিরোনাম

রানা প্লাজার বিচার কাজে দীর্ঘসূত্রিতা, দাবি টিআইবির

নিজস্ব প্রতিবেদক: রানা প্লাজা ধস মামলার বিচার কাজে দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মাইডাস ভবনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে টিআইবি একটি গবেষণা প্রতিবেদনে প্রকাশ করে। সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি।

গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন রিসার্চ অ্যান্ড পলিসির প্রোগ্রাম ম্যানেজার মনজুর-ই-খোদা ও অ্যাসিসটেন্ট মম্যানেজার নাজমুল হুদা মিনা। গবেষণা প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজার মামলায় ৪১ জনের বিরুদ্ধে দেওয়া চার্জশিট আদ‍ালত আমলে নিয়েছেন। এ মামলায় ২৪ জন পলাতক অসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরপর দুইবার সাক্ষী হাজিরে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্টরা। দুদক কর্তৃক দায়ের ৪টি মামলার একটিতে কেবল চার্জশিট দেওয়া হয়েছে।

দীর্ঘ তিন বছর পর তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৩০ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে। অন্যদিকে পোশাক শিল্প পার্কে তৈরির কাজে বিজিএমইএ’ র আগ্রহ কমে গেছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের পণ্যের মূল্য ৪১ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা যায় টিআইবির প্রতিবেদন থেকে।

টিআইবি থেকে আরো জানানো হয়, ইপিজেড শ্রম আইনে বিভিন্ন বিষয়ে অস্পষ্টতা রয়েছে। শ্রমিক কল্যাণ সমিতি গঠনের প্রক্রিয়াটি জটিল করা হয়েছে। কল কারখানা পরিদর্শনে যে পরিমান পরিদর্শক আছে তাও যথেষ্ট নয়। অন্যদিকে দেশের ১০ শতাংশ কারখানায়ও ট্রেড ইউনিয়ন নেই।

তবে গত তিন বছরে পোশাক শিল্পের যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিন বলেন, পোশাক শিল্পে যে অগ্রগতি হয়েছে তা ধরে রাখতে হবে। ক্রেতারা তাদের মূল্য বাড়ানোর কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের মূল্য কমেছে উল্লখযোগ্য হারে। নীতি, অবকাঠামো ও আইনী কাঠামো কতোটা বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে নজর দিতে। কারখানায় দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ নিশ্চত করতে হবে।

basic-bank

Be the first to comment on "রানা প্লাজার বিচার কাজে দীর্ঘসূত্রিতা, দাবি টিআইবির"

Leave a comment

Your email address will not be published.


*