নিউজ ডেস্ক: সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সব সময় পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক।
রেজিস্ট্রার দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থানকালে পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বা কর্তৃপক্ষ কতৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো স্থানে চাহিদা অনুযায়ী প্ররিচয়পত্র চেক করতে পারে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
Be the first to comment on "রাবি শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান"