নিউজ ডেস্ক : সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।
ভারতের সাথে যৌথ এই প্রকল্প সুন্দরবনের ক্ষতি করবে- এই যুক্তিতে আন্দোলন শুরু করেছেন পরিবেশবাদী সংগঠনগুলো। ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপিও এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশটির একটি বিতর্কিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরকারি সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ বলে বর্ণনা করেছেন। গত বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের কাছাকাছি রামপালের এই প্রকল্পটিকে বাতিল করার দাবি জানিয়ে বলেন, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র হলে বছরে ৪৭ লাখ টনের বেশি কয়লা পোড়ানো হবে। পোড়ানোর পাশাপাশি কয়লা আনা নেয়াতেও সুন্দরবনসহ পুরো ঐ অঞ্চলে ভয়াবহ প্রভাব পড়বে। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে বড় অংকের ঋণের ৭০ শতাংশই বাংলাদেশকে শোধ করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
তবে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিতর্ক থাকলেও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে পরিবেশের যাতে কোন ধরনের ক্ষতি না হয় তার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
Be the first to comment on "রামপাল ইস্যুতে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার"