শিরোনাম

রাষ্ট্রপুঞ্জে ‘পিঙ্ক’

নিউজ ডেস্ক : অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’ যে এই বছরের অন্যতম সেরা ছবি, সে নিয়ে কোনও সন্দেহের কারণ নেই। দর্শকদের হাততালি থেকে সমালোচকদের কুর্নিশ, অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমা কুড়িয়েছে দুইই। বক্স অফিস কালেকশন ১০৬.৪২ কোটি। এই বার আর একটি পালক জুড়ল ‘পিঙ্ক’এর টুপিতে।
রাষ্ট্রপুঞ্জের সদর দফতর থেকে ডাক পড়ল ‘পিঙ্ক’-এর। প্রদর্শন করা হবে পিঙ্ক।
বিগ বি ‘পিঙ্ক’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি এই সুখবরটির কথা নিজেই টুইট করে
তিনি বলেন, ‘‘পিঙ্ক-কে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। নিউ ইয়র্কের, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ছবিটির স্পেশাল স্ক্রিনিং হবে। আমি অভিভূত।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রাষ্ট্রপুঞ্জে ‘পিঙ্ক’"

Leave a comment

Your email address will not be published.


*