নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আরিফ (৫০) নামে এক মাদ্রাসার নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকাবাসী একই এলাকার খোকন মিয়ার বখাটে ছেলে মিঠুন (২২)কে পিটুনী দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিন কেরায় গ্রামের মোল্লার হাট এলাকা সংলগ্ন আনোয়ার উল্যা মৌলভীর বাড়ীতে। নিহত আরিফ ওই এলাকার আলী আহম্মদ ছেরাঙ্গের ছেলে ও পীর ফজলুল্লা ইসলামী মিশন দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী। এঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে মিঠুনসহ তিনজনকে আসামী করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এদিকে অভিযুক্ত যুবককে বাঁচাতে এলাকার একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, আলী আহম্মদ ছেরাং প্রায় ১০ বছর আগে ১৪ শতাংশ জমি থানার লাশ বহনকারি ডোম আব্দুল্লার ছেলে খোকনের কাছে বিক্রি করেন। বুধবার সকালে খোকন ক্রয়কৃত জমির বেশী জায়গা দখল করে বাড়ী সংস্কার কাজ শুরু করে। জানতে পেরে আলী আহম্মদ সংস্কার কাজে বাধা দিলে খোকন ও তার ছেলে মিঠুন তাকে বেদম মারধর শুরু করে । এসময় আলী আহম্মদের আত-চিৎকারে বাচাতে এগিয়ে আসলে আরিফকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। পরে স্থানীয় লোকজন পিতা-পুত্রকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে আরিফ মারা যায়।
নিহত আরিফের স্ত্রীও মামলার বাদী কহিনুর বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, সংসারের একমাত্র উপার্জনকারি স্বামীকে সবার মামনে ঘাতকরা পিটিয়ে খুন করল। মাদ্রাসায় চাকরীর আয় দিয়ে তিন ছেলেমেয়েকে নিয়ে কোন রকম আমার দিন চলছিল।এখন ছেলে মেয়েদের লেখাপড়া সংসার চালাবে কে । আমি স্বামী হত্যার বিচার চাই।
থানা হেফাজতে আটক অভিযুক্ত মিঠুন বলেন, আমরা আমাদের ক্রয়কৃত জমিতে সংস্কার কাজে করছিলাম। আরিফের পিতা বাধা দেওয়ায় ঝগড়া হয়েছে। আমি আরিফকে হত্যা করিনি।
রায়পুর থানার ওসি তদন্ত ফজলুল হক বলেন, নৈশ প্রহরী আরিফ হত্যার ঘটনায় তার স্ত্রী কমিনুর বেগম বাদী হয়ে আরিফসহ অজ্ঞাত আরো দু’জনকে আসামী করে হত্যা মামলা করেছেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগ মিঠুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Be the first to comment on "রায়পুরে নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ"