নিউজ ডেস্ক : বর্ণিল আয়োজনে পর্দা নামল শতাব্দী প্রাচীন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানের মতই সমাপনীতেও ব্রাজিল দেখিয়ে দিল আয়োজন কাকে বলে। রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোর পাঁচটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই সমাপনী অনুষ্ঠান। যার প্রতিটি মুহূর্তে ছিল উৎসব-আনন্দ আর রঙ্গের খেলা।
প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বসে। গত ৫ আগস্ট রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় গ্রেটেস্ট শো অন আর্থের। সমাপনী দিনে রিও আসরের শেষে পরবর্তী আয়োজনের জন্য টোকিওর গভর্নরের হাতে অলিম্পিকের পতাকা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এবার পদকজয়ীদের মধ্যে সেরা হয়েছে যু্ক্তরাষ্ট্র। ফুটবল বিশ্বের সম্রাট ব্রাজিল প্রথমবারের মত জিতে নিয়েছে সোনা। জীবনের শেষ অলিম্পিকে ইতিহাস গড়েছেন জলদানব ফেলপস আর ট্র্যাকের রাজা উসাইন বোল্ট। পরবর্তী টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবে ২০২০ সালে।
Be the first to comment on "রিও অলিম্পিকের বর্ণিল সমাপনী"