নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে আগামী ২৬ নভেম্বর রাতে ম্যানিলা যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তার সঙ্গে থাকবেন- অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা ও বাগেরহাট জেলায় আইনজীবী সমিতির ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে।
নির্বাচন আইন কমিশন আইন সংশোধন বিষয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশন আইন সংশোধনের কথা জানিয়েছে। তারা এ বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে যদি কোনও সংশোধন প্রস্তাব দেয় তবে তখন সেটা দেখা যাবে। এ সময় খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Be the first to comment on "রিজার্ভের টাকা ফেরতে ফিলিপাইন যাচ্ছেন আইনমন্ত্রী"