নিউজ ডেস্ক : গুলশানের হলি আটিসান রেস্তোরাঁয় হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী ২৪ আগস্ট তারিখ দিন ধার্য করেছেন আদালত।
সোমবার দ্বিতীয় আটদিনের রিমান্ড শেষে হাসনাত করিমকে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। এ সময় তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তিনি।
অপরদিকে আসামির আইনজীবীর জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে ১৩ আগস্ট হাসনাতকে আদালতে তুলে গুলশানের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমীন আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান এলাকা থেকে হাসনাত করিমকে গ্রেফতার করে পুলিশ।
Be the first to comment on "রিমান্ড শেষে হাসনাত করিম কারাগারে"