রুনিকে সোনার বুট দিয়ে সম্মানিত করল ম্যান ইউ

নিউজ ডেস্ক : ববি চার্লটনকে টপকে বেশ কয়েকদিন আগে ওয়েন রুনিই ম্যাঞ্চেস্টার ইউনাটেডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। গত ২১ জানুয়ারি স্টোক সিটির বিরুদ্ধে রুনির গোলেই ম্যান ইউ ১-১ ড্র করে।

সেই ম্যাচেই চার্লটনকে টপকে যান রুনি। ম্যান ইউ-র হয়ে ২৪৯ গোল করেছিলেন চার্লটন। রুনি ২৫০ গোল করেন সেই রেকর্ড ভেঙে দেন। এই নজিরের জন্য রুনিকে সম্মানিত কর ম্যান ইউ।
গত রবিবার উইগান অ্যাথলেটিককে ৪ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। ম্যাচের আগে ওল্ড ট্র্যাফোর্ডে চার্লটনের হাত থেকে সোনার বল ও বুট পান ইংল্যান্ডের অধিনায়ক। চার্লটন ২৪৯ গোল করেছিলেন ৭৫৮ ম্যাচে। রুনি ৫৪৭টি ম্যাচেই ২৫০ গোল করেছিলেন। চার্লটনের চেয়ে ২১৫ ম্যাচ ও ৫ মরশুম খেলেই নজির গড়লেন ‘থ্রি লায়ন্স’ ক্যাপ্টেন।

এর আগেও স্যার চার্লটনের রেকর্ডে ভাগ বসিয়েছেন রুনি। ২০১৫-র সেপ্টেম্বরে ইউরোর বাছাইপর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রুনিকে সোনার বুট দিয়ে সম্মানিত করল ম্যান ইউ"

Leave a comment

Your email address will not be published.


*