শিরোনাম

রেসিপি : মজাদার চিকেন সাসলিক

নিউজ ডেস্ক : চিকেন সাসলিক খেতে অনেকেই পছন্দ করে। তবে এটি তৈরি করতে ঝামেলা হয়, এমনটাই মনে করেন অনেকে। ফলে বাসায় বানানোর বদলে রেস্টুরেন্ট থেকেই কিনে খেতে হয়। যদিও চিকেন সাসলিক তৈরি করা খুব সহজ।

যা যা লাগবে
হাড় ছাড়া মুরগীর মাংস – ২৫০ গ্রাম ( কিউব করে কাটা )
ক্যাপসিকাম – ২ টি ( কিউব করে কাটা )
পেঁয়াজ কিউব করে কাটা – ৮ টুকরা
ম্যারিনেট করার জন্য
রসুন বাটা – ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা – ১ টেবিল চামচ
আদা বাটা – ১ চা চামচ
সয়া সস – ১ চা চামচ
টমেটো সস – ২ টেবিল চামচ
সরিষার তেল/অলিভ অয়েল – ১ টেবিল চামচ
লবন – স্বাদ মতো
গোল মরিচের গুঁড়া – ১ চা চামচ

যেভাবে বানাবেন

ম্যারিনেট করার সব উপকরণ দিয়ে মুরগীর মাংসের টুকরাগুলো মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। সারারাত না হলে অন্তত দুই ঘণ্টা।
পরের দিন আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা কাবাবের কাঠিতে প্রথমে একটি মুরগীর টুকরা গাঁথুন।
তারপর একে একে ক্যাপসিকাম ও পেঁয়াজ টুকরা গাঁথুন। তারপর এবার চিকেনের টুকরা গেঁথে নিন।
এইভাবে কয়েকটি সাসলিক তৈরি করে নিন।
এবার ওভেনে ২২৫ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট গ্রিল করে নিন।
যাদের ওভেন নেই তারা তাওয়াতে অল্প তেল দিয়ে সাসলিক গুলো হালকা আঁচে সোনালী করে ভেজে নিন।
রাইস বা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন দারুন স্বাদের চিকেন সাসলিক ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রেসিপি : মজাদার চিকেন সাসলিক"

Leave a comment

Your email address will not be published.


*