শিরোনাম

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

নিউজ ডেস্ক : চলমান স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং গিজনের বিপক্ষে ২-১ গোলের জয়ে রিয়ালের প্রাণভোমরা রোনালদোই দুটি গোল করেন। এ ম্যাচে জয়ে ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান মজবুত করলো জিনেদিন জিদানের শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠেই খেলতে নামেন রিয়াল তারকা কেইলর নাভাস, দানিলো, পেপে, সার্জিও রামোস, নাচো, মদ্রিচ, কোভাচিচ, ভাজকুয়েজ, জেমস রদ্রিগেজ, রোনালদো এবং বেনজেমা। ম্যাচের পুরোটা বৃষ্টিতে ভিজে খেলতে হয়েছে দু’দলকে।

নিজেদের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই গোল হজমের হাত থেকে রক্ষা পায় রোনালদো বাহিনী। গিজনের কোস্টারিকান তারকা কারমোনা সহজ সুযোগ পেয়েও বল রিয়ালের জালের পাশে জড়িয়ে দেন। এর কিছু পরেই লিড নেয় রিয়াল।

দলের হয়ে খেলার পঞ্চম মিনিটে পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন রোনালদো (১-০)। লুকাস ভাসকুয়েজকে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১৮তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটিও করেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। রোনালদোর হেড থেকে পাওয়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

তবে, ৩৫ মিনিটের মাথায় ব্যবধান কমায় আতিথ্য নেওয়া গিজন। কারমোনার গোলে স্কোর দাঁড়ায় ২-১। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলই হয়নি।

খেলার ৭৮তম মিনিটে রক্ষা পায় রিয়াল। পেনাল্টি লাভ করে গিজন। ক্রোয়েশিয়ার তারকা দুজে চপ ক্রসবারের উপর দিয়ে বল উড়িয়ে মারলে রিয়ালের বিপক্ষে সমতায় ফেরা হয়নি আতিথ্য নেওয়া দলটির। ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

এই জয়ে শীর্ষস্থান মজবুত করা রিয়ালের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১৩ ম্যাচে ৩৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ২৬।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়"

Leave a comment

Your email address will not be published.


*