নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে ও টি২০ সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিলকারত্নে দিলশান। রোববার ওয়ানডের সিরিজের শেষ ম্যাচে ডামবুলায় নিজের ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন তিনি। আর ৯ সেপ্টেম্বর টি২০ ম্যাচে কলম্বোয় শেষবারের মতো লংকানদের হয়ে রঙিন পোষাক পড়বেন দিলশান। নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি। খবর ক্রিকইনফো।
৩৯ বছর বয়সী দিলশান আগামী বিশ্বকাপ লক্ষ্য করে দল গোছানোয় ব্যস্ত শ্রীলংকান নির্বাচকদের একরকম পরোক্ষ চাপ ও নতুনদের জায়গা করে দিতেই এ সিদ্ধান্ত নিলেন। শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার সম্মানে আগামী ওয়ানডে ম্যাচটি উৎসর্গ করা হবে।
দিলশান ২০১৩ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। সাদা পোষাকে ৮৭ ম্যাচ খেলে তার অর্জন ৫ হাজার ৪৯২ রান ও ৩৯ উইকেট। রোববার ক্যারিয়ারের ৩৩০তম ওয়ানডে খেলে এ ফরমেটকেও বিদায় জানাবেন দিলশান। এখনো পর্যন্ত ওয়ানডেতে ১০ হাজার ২৪৮ রান সংগ্রহ করেছেন আগ্রাসী এ ব্যাটসম্যান। উইকেট নিয়েছেন ১০৬টি। আর ৭৮টি টি২০ ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ৮৮৪ রান।
Be the first to comment on "রোববার নিজের ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন দিলশান"