নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া জানান, শুক্রবার ভোরে বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে টুকুমিয়ার ব্রিজের পাশ থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ইসমাইল হোসেন মানিক ও কামরুল ইসলাম। তারা পরস্পরের আত্মীয় বলে স্থানীয়দের ভাষ্য।
এএসপি নাসিম মিয়া বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করেছে। দুজনের শরীরেই গুলির চিহ্ন পাওয়া গেছে।”
এ ঘটনার পেছনে মাদক চোরাচালান নিয়ে বিরোধের কোনো ঘটনা রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।

Be the first to comment on "লক্ষ্মীপুরে দুইজনকে গুলি করে হত্যা"