নিউজ ডেস্ক : আছে ব্রোঞ্জ, হয়ে যেতে পারে রুপো। হয়ে যেতে পারে কেন, সব কিছু ঠিকঠাক থাকলে, ২০১২র লন্ডন অলিম্পিকে কুস্তিতে জেতা যোগেশ্বর দত্তের ব্রোঞ্জ রুপো হতে যাচ্ছে। কারণ, সে বার রুপো জেতা রুশ কুস্তিগীর বেসিক কুদুখোভের ডোপ টেস্ট পজিটিভ হয়েছে। কুদুখোভ অবশ্য বেঁচে নেই। ২০১৩ সালে এক পথ দুর্ঘটনায় মারা যান তিনি।
অলিম্পিকের নিয়ম অনুযায়ী কোনও পদক জয়ী অ্যাথলিট ডোপিংয়ে ধরা পড়ে পদক হারালে, তার পরবর্তী সফল প্রতিযোগীকে সেই পদক তুলে দেওয়া হয়। এ বার রিও অলিম্পকে কোনও পদক পাননি যোগেশ্বর। আগের অলিম্পিক লন্ডনে পুরুষদের ৬০ কেজির ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই ব্রোঞ্জ এখন রুপো হয়ে ওঠার অপেক্ষায়।
অলিম্পিক কমিটি অবশ্য এখনও সরকারি ঘোষণা করেনি। তবে রুশ কুস্তি সংস্থার ওয়েবসাইট জানিয়েছে, চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুটো অলিম্পিক পদক জয়ী কুদুখোভ বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা ওয়াডার পরীক্ষায় ধরা পড়েছেন। ওয়াডা সেই খবর জানাতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে।
সূত্র : আনন্দবাজার প্রত্রিকা
Be the first to comment on "লন্ডন অলিম্পিকে যোগেশ্বরের জেতা ব্রোঞ্জ রুপো হয়ে যেতে পারে"