শিরোনাম

লোহাগড়ায় চাঁদার দাবীতে বৃদ্ধ মহিলাকে মারপিট ॥ থানায় মামলা, আটক-১

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের দু’জন বৃদ্ধ মহিলাকে চাঁদার দাবীতে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীরা গত ২২ ডিসেম্বর রাতে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। এলাকাবাসি তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করেছে তার পরিবার।
মামলা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার পারমল্লিকপুর গ্রামে গত বছরের ১৬আগষ্ঠ জোড়া হত্যা ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর,ব্যাপক-লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় বাদী পক্ষের ৪৬টি পরিবার ২’শ ৫২দিন বাড়ি ছাড়া হয়ে পড়েন। দীর্ঘ প্রতিক্ষার পর প্রভাবশালীদের মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় গত ২৫ এপ্রিল পরিবার গুলো বাড়িতে আসতে সক্ষম হলেও অনেকটা পুরুষ শুন্য হয়ে পড়েন। বিবদমান ঘটনায় দু’টি গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে একই গ্রামের মৃত আমির সরদার’র ছেলে আব্দুল্লাহ সরদারের নের্তৃত্বে  ইরশাদ, লিটু, সোহান ও ছোরাপ, শেখসহ ১০-১২ জন সন্ত্রাসী গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে কায়েস মোল্যার বাড়িতে ছেলে রুদ্র’র সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ৫০হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা না পেয়ে, আকমান শেখ’র স্ত্রী ঝরনা বেগম (৫৫) ও ফুল মিয়া মোল্যার স্ত্রী রাবেয়া বেগম (৫০) সহ অনুষ্ঠাস্থলের কয়েকজনকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেন। পরে এলাকাবাসি আহতদের উদ্ধার করে রাতেই লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ২৩ ডিসেম্বর রাতে মিথুন মোল্যা বাদী হয়ে ১১জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করেছেন। মামলা নং ১৯/১৭। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মামলার এজাহার ভূক্ত আসামী ছোরাপ শেখ’কে গ্রেফতার করেছে পুলিশ।
লোহাগড়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক কে,এম জাফর আলী,মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,এজাহার নামীয় আসামী ছোরাপ’কে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় চাঁদার দাবীতে বৃদ্ধ মহিলাকে মারপিট ॥ থানায় মামলা, আটক-১"

Leave a comment

Your email address will not be published.


*