শিরোনাম

লোহাগড়ায় নাশকতা মামলায় পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে আসামীরা

লোহাগড়ায় নাশকতা মামলায় পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে আসামীরা

রাজন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : গত ৪ আগষ্ট লোহাগড়া পৌর শহরের কুন্দসী চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চলমান আন্দোলনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার ঘটনায় ১’শ ৩৫ জনকে আসামী করে ৭ নভেম্বর গোপীনাথপুর গ্রামের মোটর শ্রমিক মো: জাহিদুল আলম বাদী হয়ে নড়াইলের বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে মামলাটি এজাহার হিসেবে গণ্য করতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়। ১৩ নভেম্বর মামলাটি রেকর্ডভূক্ত করা হয়। যার মামলা নং ৪।
বিভিন্ন সুত্রে জানা যায়, লোহাগড়া থানার এসআই সৈয়দ আলী মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র ও লাঠি-সোটা হাতে থাকা হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আসামীদের গ্রেফতারে তেমন অগ্রগতি না হওয়া এবং অনিহায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও জনমনে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। অদৃশ্য কারনে পুলিশের নাকের ডগায় আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা ও সরকারী-বেসরকারীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আসামীদের সরব উপস্থিতিতে পুলিশের ওপর আস্থার সংকট আরও ঘণীভূত করেছে। এলাকার বিভিন্ন দোকানের চায়ের আড্ডায় আসামীদের মুখে শোনা যায়, তারা পুলিশকে বিশেষ ব্যবস্থায় ম্যানেজ করে সিস্টেম করে গ্রেফতার এড়িয়ে চলছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা বলেন, উপজেলার শালনগর মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদকে গত ৪ আগষ্ট ভিডিও ফুটেজে দেখা যায় ছাত্র-জনতার ওপর আক্রমন করতে। তার নামে লোহাগড়া থানায় মামলাও হয়েছে অথচ জামিন না নিয়ে তিনি এলাকায় রীতিমত দাপিয়ে বেড়াচ্ছেন, করছেন বিভিন্ন অনুষ্ঠানও। তার আওয়ামী প্রিতি আড়াল করতে ওই বিদ্যালয়ে গত ১লা ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের নামে স্বরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। এজাহার নামীয় আসামীর পাশে বসা অনুষ্ঠানের ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট হলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল ও বিএনপি নেতাকে নিয়ে এলাকায় হৈচৈ পড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান বিষয়টি অ-স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতার করা হচ্ছে। পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় নাশকতা মামলায় পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে আসামীরা"

Leave a comment

Your email address will not be published.


*