রাজন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় তামিম খান (১৬) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আমিনুলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে লোহাগড়া পৌর এলাকার মশাঘুনী গ্রামের আইয়ুব বিশ্বাসের বাড়ির পার্শ্ব থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তামিম খান নড়াইল সদর উপজেলার হাড়িগাড়া গ্রামের রুবেল খানের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩রা জানুয়ারি বিকালে ভ্যানচালক তামিম খান নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার এক পর্যায়ে নিহত কিশোরের চাচাতো ভাই জানায়, ভ্যান চালক তামিমকে নড়াইল সদর উপজেলার নয়াবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে ভাড়া করে নিয়ে যেতে দেখেন। পরে নিহতের স্বজনরা আমিনুলকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে নড়াইল সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে আমিনুলের স্বীকারোক্তি মোতাবেক লোহাগড়া পৌর এলাকার মশাঘুনী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার ও হত্যাকান্ডের সাথে জড়িত অপর তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা প্রধান আসামীসহ আটক-৪"