নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের বিবাদমান দুটি পক্ষ রণে ভঙ্গ দিয়ে শান্তি সভায় মিলিত হয়েছেন। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় পারমল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই কেএম জাফর আলী, সাবেক ইউপি সদস্য হিমায়েত হোসেন হিমু, দুলাল ঠাকুর, এনায়েত হোসেন মোল্যা, এরশাদ শেখ, কাঞ্চন ঠাকুর, লুথু শেখ, মিজু কাজী প্রমুখ। শান্তি সভা শেষে ওই গ্রামের বিবাদমান দু’টি পক্ষ ১০টি ঢাল, ৪০টি সড়কি, ১টি কাতরা, ২টি রামদাসহ বিপুল পরিমান লাঠিসোঠা পুলিশের কাছে জমা দেন।
প্রসঙ্গতঃ পার-মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বিগত ২০১৫ সালের ১৬ আগষ্ট সকালে দু’পক্ষের সংঘর্ষে ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধা (৪৬) ও তার চাচাতো ভাই ইকবাল হোসেন মৃধা (৩৫) প্রতিপক্ষের অস্ত্রের কোপে নিহত হয়। এ ঘটনায় নিহত নূর ইসলাম মৃধার স্ত্রী রুকসানা বেগম বাদী হয়ে ৪৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর থেকেই ওই গ্রামে বাড়ীঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট, মারধোর, বৃক্ষাদি কর্তন, গবাদি পশু চুরি সহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড ঘটে আসছিল। গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের মাতুব্বরদের নিয়ে শান্তি সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়ার দু’পক্ষের শান্তি সভা ॥ দেশীয় অস্ত্র জমা

Be the first to comment on "লোহাগড়ার দু’পক্ষের শান্তি সভা ॥ দেশীয় অস্ত্র জমা"