নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের পশ্চিম পাশের্^ রাস্তার ওপর থেকে গত ১৯ মার্চ রোববার সকাল ৭টার দিকে একজন অসুস্থ অজ্ঞাত (৪০) মহিলাকে উদ্ধার করেছে থানা পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, ওই দিন নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম (কালু) আড়পাড়া গ্রামের রাস্তার ওপর অজ্ঞাত এক অসুস্থ মহিলাটিকে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশের সহায়তায় স্থানীয় গ্রাম পুলিশ নবাব শেখ মহিলাটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে ওই মহিলাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় পুলিশ হেফাজতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরনে ছিল হলুদ শাড়ি ও রাণী গোলাপি ব্লাউজ। তার গায়ের রং শ্যামলা, চেয়ারা লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি হালকা পাতলা গঠন, মাথার চুল কাচা-পাকা কুকড়ানো। অসুস্থজনিত কারনে কথা বলতে পারছেনা । মহিলাটির আত্মীয়-স্বজনদের সঠিক প্রমানাদি সহ লোহাগড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
Be the first to comment on "লোহাগড়ায় অজ্ঞাত মহিলা উদ্ধার"