স্টাফ রিপোর্টার,সাজ্জাদুর রহমান কচি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ছাতরা খালে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এম আরাফাত হোসেন,এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার তানজু সরদারের বাড়ির নিকট ছাতরা খালে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফত হোসেন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
লোহাগড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন ॥ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Be the first to comment on "লোহাগড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন ॥ ভ্রাম্যমাণ আদালতের অভিযান"