শিরোনাম

লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক ॥ উপজেলার কালনায় মধুমতি নদী তীরবর্তিতে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার (২২জানুয়ারি) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্ঠাব্যাপী এ কর্মসূচি পালন শেষে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমা, তিনি বলেন,‘অনগ্রসর, বঞ্চিত ও অবহেলিত নড়াইলবাসীর ভাগ্য উন্নয়নে স্থানীয় এমপি মাশরাফি বিন মুর্তজা লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এলাকার একটি কুচক্রী মহল এটি প্রতিষ্ঠায় বাঁধা প্রয়োগ করছে, তাদেরকে প্রতিহত করতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সরদার বলেন, ‘কতিপয় লোকজন যারা সরকারি জমি দখল করে আছে, তারা এর বিরোধিতা করছে। এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে এমপি মাশরাফি বিন মুর্তজার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে।’ পক্ষান্তরে আওয়ামী বিরোধী একটি স্বার্থন্বেষী মহল সরকারের উন্নয়নে বাধাঁ সৃষ্টি করছে। তাদের চক্রান্ত প্রতিহত করে সরকারের উন্নয়নের চাকা সচল রাখতে হবে।
নড়াইলের টিম তারুণ্য-১০০ এর প্রতিষ্ঠাতা রাসেল বিল্লাহ বলেন, ‘এটি বাস্তবায়ন হলে এ এলাকার একটি লোকও বেকার থাকবে না। নড়াইল জেলাকে সমৃদ্ধ করতে মাশরাফি বিন মুর্তজার এসব উদ্যোগের পাশে থাকতে হবে।’
এ ছাড়া বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নড়াইল জেলা সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, ব্যবসায়ী বি এম লিয়াকত বিশ্বাস, লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো: মোজাম খাঁ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলিল লেখক শ,ম লুৎফর রহমান, মল্লিকপুর ইউপি সদস্য উজ্জল ঠাকুর ও সাবেক সদস্য হেমায়েত হোসেন হিমু, প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*