শিরোনাম

লোহাগড়ায় ঈদের পোশাক না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

লোহাগড়ায় ঈদের পোশাক না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ ঈদের পোশাক না পেয়ে নড়াইলের লোহাগড়ায় সপ্তম শ্রেণির মিনা খানম নামের এক স্কুল ছাত্রী আতœহত্যা করেছে। সে উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়ার মহিরউদ্দিন ফকিরের মেয়ে ও লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিনা খানম ঈদের নতুন পোশাকের জন্য মায়ের কাছে বায়না ধরে। এ নিয়ে মা ও মেয়ের মধ্যে বাকবিত-া হলে সে গত শনিবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ওড়না পেচিয়ে আতœহত্যা করে। টের পেয়ে স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে। তবে মিনার পরিবারের দাবী, নতুন পোশাক নয় , তার মা’র সাথে ইফতার সামগ্রী তৈরী নিয়ে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ঈদের পোশাক না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*