রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ ঈদের পোশাক না পেয়ে নড়াইলের লোহাগড়ায় সপ্তম শ্রেণির মিনা খানম নামের এক স্কুল ছাত্রী আতœহত্যা করেছে। সে উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়ার মহিরউদ্দিন ফকিরের মেয়ে ও লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিনা খানম ঈদের নতুন পোশাকের জন্য মায়ের কাছে বায়না ধরে। এ নিয়ে মা ও মেয়ের মধ্যে বাকবিত-া হলে সে গত শনিবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ওড়না পেচিয়ে আতœহত্যা করে। টের পেয়ে স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে। তবে মিনার পরিবারের দাবী, নতুন পোশাক নয় , তার মা’র সাথে ইফতার সামগ্রী তৈরী নিয়ে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় ঈদের পোশাক না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা"