রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের অসচ্ছল ২’শ ৭৫ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) দেবী গ্রামের বড় বাড়ির আয়োজনে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাবেক পুলিশ ইন্সপেক্টর এনামুল হক, সার্জেন্ট খায়রুল হক, নড়াইল জেলা যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক রিক্তা, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা কবিরুল হক লাবু প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও সেমাই।
Be the first to comment on "লোহাগড়ায় ঈদ উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা"