নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার (১৫মে) নড়াইলের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার সচেতন মহল। ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবস্থা বেগতিক দেখে ঠিকাদারসহ তার লোকজন এলাকা ছেড়ে অন্যত্র গা-ঢাকা দিয়েছেন।
অভিযোগে জানা যায়, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তেলিগাতি মোড় হতে কামারগ্রাম বটতলা সড়কের ১ হাজার ৯’শ ৭৫ মিটার কার্পেটিংয়ের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে সড়ক সংস্কারের কাজ চলছে। সড়ক সংস্কারে খুব নিম্মমানের কার্পেটিং কাজ করা হচ্ছে। যা স্কুল পড়–য়া স্থানীয় শিশুরা সামান্য চেষ্টায় অনায়াসেই ওই কার্পেটিং হাত দিয়ে উপড়ে ফেলছে । সড়ক সংস্কারের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নড়াইল জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
সড়ক সংস্কারে নিম্মমানের উপকরণ ব্যবহার ও নিয়ম না মেনে কার্পেটিং করায় গত বুধবার সকালে মেসার্স সৈয়দ আব্দুর রহমান নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। অপরদিকে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো.সাইফুর রহমান সব সময়ই কাজের তদারকি করেছেন বলে জানান। পাশাপাশি কাজের মানও সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন। এলাকাবাসী ওই কার্পেটিং তুলে নুতন কার্পেটিং করার জোর দাবী জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমএম আরাফাত হোসেন বলেন,‘অভিযোগের ভিত্তিত্তে উপজেলা প্রকৌশলীকে কার্যকরি ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অঃ দাঃ) অভিজিৎ মজুমদার বলেন,‘অফিসকে না জানিয়ে সাব- ঠিকাদার নিয়ম ভঙ্গকরেই কাজ শুরু করেছিল। অনিয়মের অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যে টুকু কার্পেটিং করা হয়েছে তা সম্পুর্ণ তুলে নতুন করে কার্পেটিং করা হচ্ছে।’
Be the first to comment on "লোহাগড়ায় এলজিইডির সড়ক সংস্কারে অনিয়ম-দুর্নীতি, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ"