নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় ১৬ দলীয় কাজল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে শনিবার বিকালে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে ১৬ দলীয় কাজল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ ওভারের চূড়ান্ত খেলায় ৫৮ রানে লোহাগড়া ক্রিকেট একাদশ বিজয়ী হবার গৌরব অর্জন করেন। লক্ষীপাশা ক্রিকেট একাদশ বিজীত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, প্রয়াত কাজলের চাচা সৈয়দ আকবর আলী লিন্টু, মার্কেন্টাইল ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক এটিএম সালাহউদ্দীন, যুব লীগ নেতা শেখ ছদরউদ্দিন শামীম প্রমুখ। খেলায় সাজ্জাদ হোসেন ম্যান অফ দ্যা ম্যাচ এবং রাজু ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করেন লোহাগড়া ক্রিকেট একাদশের পল্লব। বিজীত ট্রফি গ্রহণ করেন লক্ষীপাশা ক্রিকেট একাদশের সাইফুল্লাহ মামুন। অ্যাচিভমেন্ট ক্যারিয়ার ও প্যাট্রোনাস এডুকেশনের সহযোগিতায় প্রয়াত সৈয়দ নিয়ামুল কবির কাজল এর বন্ধু মহল টুর্ণামেন্টের আয়োজন করে।
Be the first to comment on "লোহাগড়ায় কাজল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত"