শিরোনাম

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক ॥ উপজেলার সরুশুনা গ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবক কুপিয়ে একজন কৃষককে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত কৃষক নওশের শেখ সরুশুনা গ্রামের মৃত ওয়াজেদ শেখের ছেলে। অভিযুক্ত ফারুককে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের উত্তরপাড়ার নওশের শেখ (৫৯) শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে গরুর ঘাস কাটার জন্য বাড়ির পাশের একটি মাঠে যান। এ সময় একই গ্রামের মৃত শেফায়েত শেখের ছেলে মানসিক ভারসাম্যহীন যুবক ফারুক শেখ (৪০) ঘাস কাটার জন্য সেখানে উপস্থিত হয়। এ সময় ঘাস কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ফারুক নওশের শেখকে মারধোর করে। এরপর কৃষক নওশেরের কাছে থাকা ঘাসকাটার হাসুয়া কেড়ে নিয়ে তার মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ওই মাঠে থাকা মতিয়ার নামে অপর এক কৃষক এ সহিংস ঘটনা দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং নওশের শেখকে মৃত অবস্থায় দেখতে পেয়ে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে লোহাগড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে ওসি আবু হেনা মিলন এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে বলেন, অভিযুক্ত ফারুক শেখ মানসিক ভারসাম্যহীন যুবক। দুপুরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক শেখকে পার্শ্ববর্তী শামুকখোলা গ্রাম থেকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*