শিরোনাম

লোহাগড়ায় টাকায় মেলে করোনার টিকা, ফিরে গেলেন শতাধিক শিক্ষার্থী

লোহাগড়ায় টাকায় মেলে করোনার টিকা, ফিরে গেলেন শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক : উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শতাধিক শিক্ষার্থীকে করোনার টিকা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ।
জানা গেছে, উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়কে টিকা প্রদানকারী কেন্দ্র হিসাবে নির্বাচন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওই কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। গত ১৫ জানুয়ারী ওই কেন্দ্রে টিকা গ্রহনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা গেলে প্রতিষ্ঠান প্রতি আপ্যায়ন ব্যবদ ৫ হাজার টাকা দাবী করেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান। কিন্তু লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কতৃপক্ষ টাকা না দেওয়ায় প্রধান শিক্ষক হাসানুজ্জামান অধ্যক্ষ ফারুক আহমদকে ফোন করে টাকা প্রদানের বিষয়টি বলেন। টাকা না দিলে বাদ পড়া শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে না বলে তিনি জানান। বৃহস্পতিবার (২০জানুয়ারী) লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের বাদ পড়া প্রায় শতাধিক শিক্ষার্থী ওই বিদ্যালয়ে করোনার টিকা গ্রহনের জন্য গেলে দাবীকৃত ৫ হাজার টাকা না দেওয়ায় শতাধিক শিক্ষার্থীদের টিকা না দিয়ে ফেরত পাঠানো হয়।
লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ বলেন, টাকা না দেওয়ার কারনে শিক্ষার্থীদের টিকা না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেছি।
এ ব্যাপারে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান টাকার বিষয়টি স্বীকার করে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশক্রমে টিকাদান কর্মীর আপ্যায়ন ও এয়ার কন্ডিশন ক্রয় ব্যবদ টাকা গ্রহন করা হয়েছে। তবে টাকা না দেওয়ায় শিক্ষার্থীদের ফেরত পাঠানো হয়েছে, এটা সঠিক নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া বলেন আমি কাউকে টাকা নেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করি নাই। তবে টিকাদানের ক্ষেত্রে বিদ্যালয়ের একটা খরচের বিষয়টি স্বীকার করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহাবুর রহমান জানান, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে কোন টাকা নেওয়া বা গ্রহন করা হয় না।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় টাকায় মেলে করোনার টিকা, ফিরে গেলেন শতাধিক শিক্ষার্থী"

Leave a comment

Your email address will not be published.


*