নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীকে তাদের ব্যবহৃত মোটর সাইকেলসহ বৃহস্পতিবার (২০জুন) গভীর রাতে আটক করেছে।
শুক্রবার সকাল ১০টায় লোহাগড়া থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন। তিনি বলেন, গত ১৭ জুন দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের মৃত তারা পদ ঘোষের ছেলে বিকাশ এজেন্ট ব্যবসায়ী চন্ডি কুমার ঘোষ সোনালী ব্যাংক মহাজন শাখা থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে লোহাগড়ায় ফিরছিলেন। লক্ষ্মীপাশা-মহাজন সড়কের খেজুরতলা নামক স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে ৪জন ছিনতাইকারী ওই ব্যাবসায়ীর মোটর সাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলাপতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা ১লক্ষ ৭৯ হাজার ৭শত টাকা, দুটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। এলাকাবাসী আহত চন্ডিকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চন্ডি বাদী হয়ে ২০ জুন ৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা করেন।
মামলার পর নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাউলি ইউনিয়নের কাঠাধুরা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে সংঘটিত ছিনতাই মামলার প্রধান আসামী আশরাফ শেখ ওরফে টিস্যু ও তার সহযোগী তেলকাড়া গ্রামের মৃহ গোলাম রসুল মল্লিকের ছেলে ইমরুল মল্লিককে গ্রেফতার করেন । এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১৫০ সিসি একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন আরও জানান, এ ঘটনায় লুন্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ অপর জড়িতদের গ্রেফতারের জন্য জোর অভিযান অব্যহত রয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় দুই ছিনতাইকারী আটক"