শিরোনাম

লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

স্টাফ রির্পোটার, সাজ্জাদুর রহমান কচি ॥  নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৩৪ তম বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্ট সুত্রে জানা গেছে, সোমবার (১৮ ডিসেম্বর) লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক ম.এমদাদুল হক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক,লোহাগড়া কলেজের সাবেক অধ্যক্ষ শা.ম. আনোয়ারুজ্জামান, নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ট্রাস্টের প্রতিনিধি ডাক্তার শাহ ফয়েজ আলম ও শিক্ষক (অব) অরবিন্দ আচার্য প্রমুখ।
এ বছর ৩২ টি হাই স্কুল, ৪টি কলেজ ও ১১টি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকে ৩’শ ১৪ জন শিক্ষার্থীকে ৩’লক্ষ ১৪’হাজার এবং উচ্চ শিক্ষায় ৫’জন শিক্ষার্থীকে ২৫’হাজার,সর্বমোট ৩’লক্ষ ৩৯’হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*