রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেলের নির্দেশে লোহাগড়া পৌর যুবদলের উদ্যোগে স্থানীয় মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোনআনখানীর আয়োজন করা হয়। এ সব কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক শেখ রবিউল ইসলাম (রবি), সিনিয়র যুগ্ন আহবায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, আশিকুর রহমান স্বপন, শাহনেওয়াজ শিকদার মিরাজ প্রমুখ।
Be the first to comment on "লোহাগড়ায় পৌর যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত"